মুখ্যমন্ত্রী বর্ধমানের সংস্কৃত লোকমঞ্চে সভা করবেন ২৬ তারিখ। তার আগেই ঐ এলাকারই একটি প্রসিদ্ধ রেষ্টুরেন্ট লক্ষ্য করে বোম মারার ঘটনায় চাঞ্চল্য। জখম ৫।
শুক্রবার রাতে ঘটনাটি ঘটে বর্ধমান টাউন হলের সামনে একটি রেষ্টুরেন্টে। জানা গেছে, ব্যবসায়ীকে প্রথমে ফোনে ১০ লক্ষ টাকা দাবী করে এক অজ্ঞাত পরিচয়। তারপর দোকানে বোম মারে দূষ্কৃতিরা।জখম দোকানের ৫ কর্মী। এর কিছুদিন আগেই বর্ধমানের খাগড়াগড় এলাকায় একটি ইলেকট্রনিক্স দোকানে একই কায়দায় প্রথমে টাকা চেয়ে পরে বোম মারা হয়। তবে সেই ঘটনায় বোম ফাটেনি।
পরপর বর্ধমানে এই ঘটনায় ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। ফোন নম্বরের সূত্র ধরে পুলিশ দূষ্কৃতিদের খোঁজ চালাচ্ছে। পুলিশ জানার চেষ্টা করছে বর্ধমানের দোকান লক্ষ্য করে বোমা ছোড়ার দুটি ঘটনার পিছনে একই দুষ্কৃতীর কাজ কিনা। পাশাপাশি ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে তার কোনো ব্যক্তিগত শত্রুতা রয়েছে কিনা কারো সাথে সেটা জানার চেষ্টা করছে।