নিউজ ডেস্ক: কথায় বলে যে রাঁধে সে চুলও বাঁধে। সংসার সামলানো গৃহিণীরা নিজেদের মেলে ধরলেন অন্য ভাবে। তাদের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে বিভিন্ন পারফরমেন্সের মাধ্যমে কাঁপালেন ‘মুক্তবাংলা’র সেরা শ্রীমতীর মঞ্চ। রবিবার বর্ধমান টাউন হল মাঠে সন্ধ্যায় হয়ে গেল জমজমাট সেরা শ্রীমতীর অনুষ্ঠান। জেলার ১০ শ্রীমতী নিজেদের রূপ সৌন্দর্যকে পিছনে ফেলে নাচ, গান আর কবিতার মাধ্যমে মাতিয়ে দিলেন দর্শকদের। এরা সকলেই সংসার সামলে অন্য জগতে নিজেদের প্রমাণ করেছেন। কেউ নৃত্য শিল্পী, কেউ করেন চাকরি, কেউ পড়াশুনা চালিয়ে যাচ্ছেন, কেউ আবার স্বামীকে ব্যবসায় সহযোগিতা করছেন। বর্ধমানের সেরা শ্রীমতী হওয়ার জন্য সকলেই নিজেদের সেরা পারফরমেন্স তুলে ধরলেন। বিচারকদের প্রশ্নের উত্তর বুদ্ধিমত্তার সাথে দিলেন সকলেই। প্রায় চার ঘণ্টার টানটান উত্তেজনার অনুষ্ঠান। তবে বিচারকদের বিচারে সেরা শ্রীমতী নির্বাচিত হলেন সঙ্গীতা সিনহা। এছাড়া অন্যান্য বিভাগে পুরস্কার পেয়েছেন, রিংকু পাল, জস্মিনারা খাতুন, পামেলা কর দে, নন্দিতা শ্যাম দত্ত, রিমা চক্রবর্তী। সংস্থার কর্ণধার প্রসেনজিত সামন্ত জানিয়েছেন, এরপর পুরুষদের জন্য একটি ইভেন্ট আনতে চলেছেন।
***প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
দেখুন সেই ভিডিও-