নিউজ ডেক্স: বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে ফ্রিতে হেলথ চেকআপ করানোর সুযোগ বর্ধমানে। শুধু তাই নয় রয়েছে ফ্রী ইনভেস্টিকেশন এর সুযোগ। ব্লাড সুগার থেকে লিভার স্ক্যান বিনামূল্যে করে নিতে পারেন এখানে। ২৪ থেকে ২৭ জানুয়ারি বর্ধমানের টাউনহলে হবে স্বাস্থ্যমেলা। উদ্যোক্তা সান হসপিটাল। এখানেই রয়েছে এই সুযোগ। প্রতিদিন বেলা ১২ টা থেকে চলবে হেলথ চেকআপ। মেডিসিন, জেনারেল, শিশুরোগ বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, ক্যান্সার বিশেষজ্ঞ সহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক ফ্রিতে রোগী দেখবেন এখানে মেলার দিনগুলিতে। এছাড়াও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক আলোচনা চলবে বিকেল থেকে। সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার সহযোগিতায় জেলা প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, জেলা পরিষদ ও সমাজ কল্যাণ বিভাগ। এই স্বাস্থ্য মেলায় প্রবেশ বিনামূল্যে। তাই বর্ধমান অনুষ্ঠিত স্বাস্থ্য মেলায় গিয়ে আপনার স্বাস্থ্য পরীক্ষা করে নিতে পারেন।
আপডেট নিউজ জানতে ফেসবুক পেজ লাইক করুন।
ভিডিও নিউজ দেখতে highlights bengal news ইউটিউব চ্যানেল subscribe করুন।