হাইলাইটস বেঙ্গল ডেস্ক: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামে ভূয়ো ই-মেল খুলে চাওয়া হচ্ছে টাকা। চাঞ্চল্য বিশ্ববিদ্যালয়ে।
উপাচার্য নিমাই চন্দ্র সাহার নামে একটি ই-মেল থেকে বিভিন্ন জনের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসতেই তারা বিষয়টি নিয়ে খতিয়ে দেখতে শুরু করেন। তাদের কাছে স্পষ্ট হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই । তারা বুঝতে পারেন ভুয়ো ইমেল খুলে কোন অসৎ উদ্দেশ্যে এই কাজ কেউ বা কারা করছে। তৎক্ষণাৎ পদক্ষেপ নেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অভিজিৎ মজুমদার।
বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে নোটিশ জারি করেন তিনি। নোটিশ লেখা হয়, উপাচার্য নিমাই চন্দ্র সাহার নামে ভুয়ো ই-মেল অ্যাকাউন্ট তৈরি করে (vicechancellorv@gmail.com) কেউ বা কারা বিভিন্ন মানুষের কাছে টাকা দাবি করছে । সঙ্গে গিফট বা বিভিন্ন প্রলোভন থাকছে। এরসাথে বিশ্ববিদ্যালয় অথবা উপাচার্যের কোনও সম্পর্কই নেই। সকলে যেন এ ধরনের ই-মেল থেকে সাবধানে থাকেন।
বিশ্ববিদ্যালয়ের তরফে বর্ধমানের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। তদন্তে সাইবার ক্রাইম শাখা।