নিউজ ডেস্কঃ একের পর এক শিশু চুরির ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। তারই মধ্যে এবার সরকারি হাসপাতালের বিরুদ্ধে শিশু বদলে অভিযোগ উঠলো। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে শিশু বদলে মৃত শিশু দেওয়ার অভিযোগ আনলেন মধুমিতা খাঁ নামে এক গৃহবধূ। এই অভিযোগে চাঞ্চল্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
বর্ধমানের মাধবডিহির এই গৃহবধূর বুধবার প্রসব বেদনা নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ওই রাতেই তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। কিন্তু সদ্যজাতের শারীরিক সমস্যার জন্য তাকে স্পেশাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। কিন্তু আজ হাসপাতালের তরফে জানানো হয় শিশুটি মারা গেছে। এরপরই শিশুটির পরিবার অভিযোগ আনেন, তাদের শিশু বদল হয়েছে। মধুমিতা দেবী দাবি করেন, তার সন্তান জীবিত। আরও জানান, তার শিশুর মুখে জড়ুল ছিল। কিন্তু যে মৃত সন্তান দেখানো হচ্ছে তার কোনো জড়ুল নেই। ওই মৃত সন্তান হাসপাতালে ফেলেই বাড়ি ফিরে আসে তারা। শিশুটির পরিবারের পক্ষ থেকে হাসপাতালের ডেপুটি সুপারের কাছে অভিযোগ জানানো হয়েছে। সমস্ত ঘটনা শুনে তদন্তের আশ্বাস দিয়েছেন হাসপাতালের ডেপুটি সুপার ।
***প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।