বর্ষাকালে সব ধরনের ত্বকই অনেকটা নিস্তেজ হয়ে পড়ে। ফলে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায়। ঘরোয়া পদ্ধতিতে কি ভাবে আপনার ত্বককে উজ্জ্বল ও সতেজ রাখবেন জেনে নিন। যশ
এক চামচ ব্যাসন, দু চামচ কাঁচা হলুদ বাঁটা (মিহি করে) , চার চামচ দুধ, এক চামচ মধু একটি পাত্রে ভালো করে মিশিয়ে নিন। তারপর সেই মিশ্রণটি ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ঠাণ্ডা জলে প্যাকটি ধুয়ে ফেলুন। সপ্তাহে চার দিন এই মিশ্রণটি ব্যবহার করলে বর্ষাকালে পেয়ে যাবেন সতেজ ও উজ্জ্বল বর্ণ ত্বক।
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।