নিজস্ব প্রতিনিধিঃ বিপ্লবী বটুকেশ্বর দত্ত র জন্ম ভিটায় মর্যাদা সহকারে ৭২ তম স্বাধীনতা দিবস পালন করা হল। পূর্ব বর্ধমানের খন্ডঘোষের ওয়াড়ি গ্রামে সকাল ৯-৫০ মি জাতীয় পতাকা উত্তোলন করেন খন্ডঘোষ ব্লকের বিডিও তথা বটুকেশ্বর দত্ত স্মৃতি সংরক্ষণ কমিটি আন্ড ওয়েল ফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান কমল কান্তি তলাপাত্র , সম্পাদক মধুসুদন চন্দ । উপস্থিত ছিলেন খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি বাসবী রায়,খন্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয়া ফাল্গুনি দাস,পঞ্চায়েত সদস্য উৎপল সাঁতরা, ও কমিটির সদস্যরা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিত ছিলেন মানবাধিকার সুরক্ষা সংঘের বর্ধমান জেলা সভাপতি পীযুষ রঞ্জন ব্যানার্জী,সাধারন সম্পাদক দেবাশীষ চ্যাটার্জী, সম্পাদক গুরুদাস ব্যানার্জী সহ মানবাধিকার সুরক্ষা সংঘের অগনিত কর্মী সদস্য এবং রায়না ইউনিট। উপস্থিত ছিলেন ড.সর্বজিৎ যশ। অনুষ্ঠানে বাউল সংগীত এর আয়োজন করা হয়। সারাদিন ব্যাপী অনুষ্ঠান চলে।
বনেদি বাড়ি অথবা থিমের পুজো, আপনার পাড়ার পুজো। পুজোর খবরের জন্য ফোন করুন ৭৯০৮০০২২৪৮
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com
উদ্যোগপতি, জীবন সংগ্রাম, কঠিন লড়াই, সাফল্য, বিশেষ কৃতিত্ব সংক্রান্ত কাহিনী এই বিভাগে প্রকাশ করা হবে। এই ধরনের গুণী মানুষদের কৃতিত্ব বিশ্বের কাছে তুলে ধরতে চাই আমরা। আপনার নজরে এই খবর থাকলে জানান এই নম্বরে- ৭৯০৮০০২২৪৮
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোন করুন- ৭৯০৮০০২২৪৮