নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ দিনাজপুরঃ উচ্চতা প্রায় ৮ ফুট। সম্ভবত ইনিই বিশ্বের সবচেয়ে লম্বা মহিলা। নাম সিদ্দিকা পারভিন। বছর ত্রিশের এই মহিলা ওজন ১২০ কেজি। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বংশহারি গ্রামে বসবাস করেন। দীর্ঘকায় এই মহিলা লড়াই করছেন চরম শারীরিক ও আর্থিক প্রতিকূলতার সঙ্গে। দিনমজুর পরিবারের সন্তান। এক সময় তার ব্রেনে টিউমর ধরা পড়ে। ওমপ্রকাশ মিশ্র দিল্লির এইমস হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করে। পিটুইটারি গ্রন্থিতে টিউমরটির অবস্থান ছিল। দিল্লিতে এইমস হাসপাতালে ডাঃ আশিস সুরী তার সফল অস্ত্রপচার করে। অস্ত্রপচারের পরও চিকিৎসার যাবতীয় খরচের ব্যবস্থা করেন ওমপ্রকাশ বাবু। যদিও বর্তমানে চিকিৎসার জন্যও খরচ বহন করছে রাজ্য সরকার। সিদ্দিকার জন্য প্রতিদিন ২ কেজি চালের ভাতের প্রয়োজন। সেই খরচ যোগাতে হিমসিম খাচ্ছে এই গরীব পরিবার। তাছাড়া চিকিৎসার খরচ রাজ্য সরকার বহন করলেও তাকে দক্ষিণ দিনাজপুর থেকে কলকাতায় আসতে হয় প্রতি মাসে। পরিবার চাইছে, কলকাতার পরিবর্তে দক্ষিণ দিনাজপুরেই তার চিকিৎসার ব্যবস্থা করুক সরকার। তার সাথে সিদ্দিকার খাওয়াদাওয়ায় খরচের জন্য সাহায্য চাইছে পরিবার।
***প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল‘’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা‘ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই–মেলে– highlightsbengal.news@gmail.com
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল‘। ফোনে করুন– ৯৯৩৩১০৬৯০৪, ৭৯০৮০০২২৪৮