আবার ট্রেন দূর্ঘটনা। মৃত প্রায় ৬০ জনেরও বেশী যাত্রী। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। আহত ১৬০-র ও বেশি। লাইনচ্যুত ইন্দৌর-পাটনা এক্সপ্রেসের ১৪ টি কামরা। আজ ভোর রাতে ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের কানপুরের কাছে পুখরায়ানের কাছে।
যাত্রীরা তখন ঘুমাচ্ছিলেন।কিন্তু দুস্বপ্নের মতোই ঘটে গেলো মর্মান্তিক এই দূর্ঘটনা। লাইনচ্যুত হয় ট্রেনের ১৪ টি কামরা। সূত্রের খবর ট্রেনের এস-২, এস-৩ কামরার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এই দুটি কামরা সহ বেশ কয়েকটি কামরা দুমড়ে মুচড়ে যায়। শুরু হয়েছে উদ্ধার কাজ। উত্তরপ্রদেশ সরকারও উদ্ধার কাজে সহযোগিতা করছে। কামরা কেটে যাত্রীদের বের করতে হচ্ছে। আহত যাত্রীদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হচ্ছে। দূর্ঘটনার কারন জানতে তদন্ত শুরু করেছে রেল মন্দ্রক।
হেল্প লাইন নম্বরঃ ইন্দৌর-0741-1072, পাটনা- 0612-2202290, 0612-2202291, 0612-2202292, পুখরায়ান- 03113-270239