রাজকুমার ঘোষ: তিনটি কেন্দ্রের নির্বাচনের ফলাফলে সবুজের জয়জয়কার। নির্বাচনের ফল ঘোষণা হতেই চারিদিকে আনন্দ উল্লাস তৃনমূল শিবিরে। বর্ধমানের মন্তেশ্বর বিধান সভা উপ নির্বাচনে রেকর্ড ভোটে জয় লাভ করলেন তৃনমূল কংগ্রেস প্রার্থী সৈকত পাঁজা। নিকটতম প্রার্থী সিপিএমের ওসমান গণি চৌধুরীরকে ১লক্ষ ২৭হাজার ১২৭ ভোটে হারিয়েছেন তিনি। তার প্রাপ্ত ভোট ১৪,৭৩,৩১৬। সিপিএম ভোট পেয়েছে ২০,১৮৯। বরাবর বাম দূর্গ বলে পরিচিত মন্তেশ্বর। কিন্তু সেখানে বিজেপি প্রার্থী বিশ্বজিত পোদ্দার পেয়েছেন ১৬,০৭৩ ভোট। সম্প্রতি তৃনমূল বিধায়ক সজল পাঁজার অকাল প্রয়ানে এই কেন্দ্রে উপ নির্বাচন হলো। সজল পাঁজার ছেলে সৈকত পাঁজাকে প্রার্থী করে তৃনমূল। এই জয়ে খুশি তৃনমূল শিবির। শুরু হয়েছে আবীর খেলা। বিজয় আনন্দে মেতেছেন মন্ত্রী স্বপন দেবনাথ।
তমলুক লোকসভা কেন্দ্রে তৃনমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী ৪ লক্ষ ৯৭ হাজার ৫২৫ ভোটে জয়ী হয়েছেন। সিপিএম রয়েছে দ্বিতীয় স্থানে। কোচবিহার কেন্দ্রে ৪ লক্ষ ৩২ হাজার ৬৫৬ ভোটে জয় লাভ করেছে তৃনমূল প্রার্থী পার্থপ্রতিম রায়। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
দেখুন আবীর খেলার ভিডিও-