নিজস্ব প্রতিনিধিঃ সিসিটিভি ক্যামেরার ফুটজের সূত্র ধরে পুলিশ মন্দিরে বিগ্রহের গহনা চুরির কিনারা করলো। এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করলো। বর্ধমানের নাদনঘাটের দাস্তিপাড়া বাজারে গত ২৭ তারিখ সন্তোষী মায়ের মন্দির থেকে সোনার গহনা ও প্রনামী বাক্সের নগদ টাকা নিয়ে চম্পট দেয়। মন্দিরে লাগানো চারটি সিসিটিভি ক্যামেরা থেকে চুরির সমস্ত ফুটেজ সামনে আসে। সেখানে দেখা যায়, মন্দিরের বাইরে এক যুবক পাহারা দেয় বাকি তিনজন মন্দিরের ভিতরে ঢুকে বিগ্রহের সমস্ত গহনা খুলে ব্যাগে ভরে নেয়। এমনকি প্রমানী বাক্সও নিয়ে পালায়। ঘটনার মাত্র কদিনের মধ্যেই পুলিশ আসানসোলের পান্ডবেশ্বর থেকে বিশ্বনাথ সিং ও বিসমিয়া সিং নামে দুই দুষ্কৃতিকে গ্রেপ্তার করে। পুলশ জানিয়েছে, স্থানীয় এক কিশোরের সহযোগিতা এই চুরির ঘটনা ঘটে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেই পান্ডবেশ্বর থেকে দুজনকে গ্রেপ্তার করে। এদেরকে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল। এদের কাছ থেকে চুরি যাওয়া গহনার অনেকটা অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে পুলিশ সূএ থেকে জানতে পারা গেছে। বাকি দুই দূষ্কুতির খোজে পুলিশ তল্লাশী চালাচ্ছে।