প্রসূন সমন্ত,বর্ধমানঃ নজরদারী চলবে ধনজন যোজনার অ্যাকাউন্টে। বর্ধমানে এক সাংবাদিক সম্মেলনে একথা বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, মূলত ওই অ্যাকাউন্ট খোলা হয়েছে গরীব মানুষদের জন্য। সেই সব অ্যাকাউন্ট চেক করা হবে। হঠাত করে সেই অ্যাকাউন্ট গুলোতে বেশি টাকা জমা রাখা হলেই তদন্ত শুরু হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রী সম্বন্ধে বিবৃতির উত্তরে বলেন, “দেশ বাসীকে নয় মুখ্যমন্ত্রী যে ধরনের পাগলামি শুরু করেছেন আর যে শব্দ প্রয়োগ করছেন সরকার ও প্রধানমন্ত্রী সম্পর্কে সেটা কোনো মুখ্যমন্ত্রীর পক্ষে শোভা পায় না”।তিনি আরো বলেন, “এটা নিয়ে আমরা ভাবি না কারণ ওনার মুখের ভাষাই এই রকমের সেটা সবাই জেনে গেছে। মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেন্ যেখান থেকে এসেছেন সেখানে এই ভাষাই চলে। আসলে সারদার টাকা ওনাদের কাছে আছে। কোথায় আছে সেটা আমাদের জানা নেই। তিরিশ হাজার কোটি টাকার যে দুর্নীতি হয়েছে তার বেশিরভাগই আছে তাদের কাছে। তাইতো গোরু ছাগলের মতো অন্য দলের পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বিধায়কদের পালের পর পাল কিনে নেওয়া হচ্ছে ।তারপর তৃণমূলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তবে কিছু টাকা বাংলাদেশ সহ বাইরে গেলেও বেশীর ভাগ টাকা এখানেই আছে। সেই টাকা উদ্ধার হবেই”।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল‘’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা‘ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে।
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল‘। ফোনে করুন– ৯৯৩৩১০৬৯০৪, ৭৯০৮০০২২৪৮
দেখুন দিলীপ ঘোষ কি বললেন-