পথিকৃৎ বৈরাগ্যঃ গেটের সামনে পড়ে রয়েছে একটি মৃত ভেড়া। এই কারনে বন্ধ রইলো একটি পশু হাসপাতাল। রীতিমতো নোটিশ লাগিয়ে বন্ধ রাখা হল। নোটিশে কি লেখা রয়েছে শুনলে অবাক হবেন।
পূর্ব বর্ধমানের ভাতার প্রাণী সম্পদ স্বাস্থ্য কেন্দ্রে এদিন সকালে বিভিন্ন গ্রাম থেকে অনেকেই এসেছিলেন তাদের গৃহপালিত প্রানীর চিকিৎসা করাতে। কিন্তু তারা দেখেন হাসপাতালের গেটে তালা। ঝুলছে একটি নোটিশ। তাতে লেখা রয়েছে- ‘কে বা কারা একটি মরা ভেড়া হসপিটালের ফেলে গেছে। এটি না ফেলা হলে হাসপাতাল আজ বন্ধ থাকবে।’ এই পশু হাসপাতালের দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক দেবাশীষ মাহান্ত এই নোটিশ জারি করেন । এলাকাবাসীরা জানিয়েছেন, গতকাল রাত্রে কে বা কারা এই হাসপাতালের সামনে একটা মৃত ভেড়া ফেলে যায়। এই ভেড়াকে ফেলা নিয়েই যত বিতর্কের সৃষ্টি।দেবাশীষ বাবু সকালে হাসপাতালে ঢুকতে গিয়ে এই দৃশ্য দেখেই বন্ধের নোটিশ দিয়ে গেটে তালা দিয়ে চলে যান। তবে এই অদ্ভুত কারনে হাসপাতাল বন্ধ দেখে পশুদের চিকিৎসা করতে আসা মানুষজন ক্ষোভে ফেটে পড়েন। সকলের একটাই প্রশ্ন একজন সরকারি চিকিৎসক এইভাবে ভাবে নোটিশ দিয়ে সরকারি পরিষেবা বন্ধ করতে পারেন?
বনেদি বাড়ি অথবা থিমের পুজো, আপনার পাড়ার পুজো। পুজোর খবরের জন্য ফোন করুন ৭৯০৮০০২২৪৮
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com