নিজস্ব প্রতিনিধি, বর্ধমানঃ শিশু পাচার চক্রের আরো এক চিকিৎসক গ্রেপ্তার। বর্ধমানের মেমারি থেকে গ্রেপ্তার চিকিৎসক তপন বিশ্বাস। এই নিয়ে মোট ১৮ জন গ্রেপ্তার হল। সূত্রের খবর, মেমারির রসুলপুরের শ্রীপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিলেন এই চিকিৎসক। গোপন সূত্রে খবর পেয়ে সিআইডি রাতে তাকে গ্রেপ্তার করে। তার বাড়ি থেকে দুটি মোবাইলের সিম কার্ড বাজেয়াপ্ত করে তারা। যদিও বর্ধমানের পুলিশ সুপার কুণাল অগ্রবাল জানিয়েছেন, বর্ধমান থেকে শিশু পাচার চক্রে জড়িত কেউ গ্রেপ্তার হয়েছে এমন খবর নেই। জানা গেছে, বাদুড়িয়া নার্সিং হোমের চিকিৎসক ছিলেন তপন বিশ্বাস।তার বিরুদ্ধে বেশ কিছু আভিযোগ রয়েছে। এই নার্সিং হোমে আসা প্রসূতিদের বুঝিয়ে এখানেই যাতে চিকিৎসক করান তার ব্যাবস্থা করতেন। ইতিমধ্যেই গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ শুরু করেছে ধৃত চিকিৎসক তপন বিশ্বাসকে।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।