উত্তরপ্রদেশের কানপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিল রেল মন্ত্রক। রেলমন্ত্রী সুরেশ প্রভূ দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা শতাধিক। ভোর ৩.০৩ নাগাদ দুর্ঘটনা ঘটে বলে অনুমান। রেল লাইন এ ফাটল থেকেই দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে এমনটাই উঠে এসেছে। ট্রেন এর গতি ঘণ্টায় ১০৩ কিমি ছিল বলে জানিয়েছেন ট্রেন এর চালক। ট্রেনের বগি অনেক পুরানো ছিল বলে দুর্ঘটনা এত ভয়াবহ আকার নিয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়েছেন, ”মৃত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাই। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।” শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, “এই ঘটনায় আমি আমার ভাষা হারিয়েছি। দুর্ঘটনার ফলে মৃত ও আহতদের পরিবারের প্রতি জানাই সমবেদনা।”শোকপ্রকাশ করেছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। ইতিমধ্যেই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে রেলের পক্ষ থেকে সাড়ে তিন লাখ ও গুরুতর আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এছাড়া উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকেও মৃতের পরিবারকে ৫ লাখ, গুরুতর আহতদের ৫০ হাজার টাকা ও অল্প অহতদের ২৫ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা করেছে ।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।