প্রসূন সামন্ত, বর্ধমানঃ শিশু পাচার কাণ্ডে বর্ধমানে এলো চার সদস্যের সিআইডি-র একটি দল। প্রথমে তারা বর্ধমান থানায় শিশু পাচার কাণ্ডে ধৃত তিনজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে। এরপর তারা লাইফ নার্সিংহোমে যান। সেখানকার কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন তারা।
রবিবার বর্ধমানের বাহির সর্বমঙ্গলা পাড়ার এক নিঃসন্তান দম্পতির ঘর থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় এলাকাবাসীরা। তাদের সন্দেহ হওয়ায় ওই দম্পতি কে ডেকে জিঞ্জাসাবাদ করে। তারা জানায়, রোশনা বেগম নামে এক মহিলার কাছ থেকে টাকার বিনিময়ে এই শিশুটিকে নিয়ে এসেছে। রোশনারা ঐ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। এরপর তারা রোশনারকে জিঞ্জাসাবাদ করলে সে জানায়, শহরের লাইফ নার্সিংহোমে থেকে সে সদ্যজাত শিশু সন্তানকে নিয়ে আসে । এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে রোশনারা গ্রেপ্তার করে। পাশাপাশি ওই নার্সিংহোমের মালিক ও এক আয়াকে গ্রেপ্তার করা হয়। এদিন তাদের জিজ্ঞাসাবাদ করার জন্যই সিআইডি-র দল বর্ধমানে আসে। তাদের জিজ্ঞাসাবাদ করে শিশু পাচার চক্রের সঙ্গে এদের যোগ আছে কিনা তা তারা খতিয়ে দেখেন।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
দেখুন সেই ভিডিও-