নিজস্ব প্রতিনিধি, নদীয়াঃ দুই ব্যাক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদীয়ার ধুবুলিয়ার ঘাটেশ্বর এলাকায়। একটি আম বাগানের ভিতর গাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যাক্তির দেহ। আর একটি দেহ মাটিতে পরে থাকতে দেখা যায়। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।
শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিল ইসলাম শেখ ও মেখউদ্দিন শেখ নামে দুই ব্যাক্তি। জানা গেছে, সম্পর্কে তারা শ্বশুর ও জামাই। নদীয়ার চাপড়ার বাসিন্দা মেখ উদ্দিন শেখ দিন কয়েক আগে ধুবুলিয়ায় সম্পর্কে শ্বশুর ইসলাম শেখের বাড়িতে বেড়াতে আসে। কিন্তু শুক্রবার রাতে তারা বাড়ি থেকে বের হয়। তারপর তাদের কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। এদিন সকালে আমবাগানে স্থানীয় বাসিন্দারা দুটি মৃতদেহ দেখতে পায়। পরিবারের অভিযোগ তাদেরকে খুন করা হয়েছে। প্রকৃত ঘটনা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।