নয়াদিল্লিঃ ভারতীয় রেল ৬টি ডিএমইউ ট্রেন শ্রীলঙ্কায় রপ্তানী করছে। প্রতিটি ট্রেনে ১৩টি করে মোট ৭৮টি কামরা রয়েছে। ইন্টিগ্রাল কোট ফ্যাক্টরিতে এই ট্রেনগুলি তৈরি হয়েছে। অত্যাধুনিক এই ট্রেনগুলিতে এসি প্রোপালসন সিস্টেম, সুপিরিয়র সাশপেনশন ও সুপিরিয়র ইন্টিরিয়র- এই তিন ধরনের উপকরণ রয়েছে। ভারত সরকার বিভিন্ন দেশকে রেল প্রকল্পের জন্য সহজ শর্তে ঋণ দিয়েছে। ঋণের এই অর্থ ভারতীয় রেল নির্মিত রোলিং স্টক আমদানির জন্য কাজে লাগানো হয়। রোলিং স্টক আমদানি সংক্রান্ত কয়েকটি বরাত ইতিমধ্যেই কার্যকর হয়েছে। বরাতদানের কয়েকটি প্রক্রিয়া চালু রয়েছে। এই বরাতগুলির মধ্য রয়েছে- বাংলাদেশে ১২০টি লিঙ্ক হফম্যান বুশ বা এলএইচবি কামরা সরবরাহ ; মায়ানমারে ১৮ মিটার গেজ লোকোমোটিভ ; শ্রীলঙ্কায় ৬টি ডিএমইউ ট্রেন ও ১০টি ডিজেল ইঞ্জিন রপ্তানী। লোকসভায় বুধবার এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য দেন রেল প্রতিমন্ত্রী শ্রী রাজেন গোঁহাই।
বনেদি বাড়ি অথবা থিমের পুজো, আপনার পাড়ার পুজো। পুজোর খবরের জন্য ফোন করুন ৭৯০৮০০২২৪৮, ৯৯৩৩১০৬৯০৪
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন– www.highlightsbengal.com