নিজস্ব প্রতিনিধি,রামপুরহাটঃ ধূমপান করলেই লাগবে টাকা। তবে অল্প স্বল্প নয়, মোটা টাকা দিতে হবে জরিমানা হিসাবে। শুধুমাত্র ধূমপান করলেই নয়, সমস্ত রকম তামাকজাত দব্য ব্যবহার এবং তামাকজাত দব্য বিক্রি করলেই লাগবে জরিমানা। এমনই এক নিয়ম চালু করেছে বীরভূমের রামপুরহাট পৌরসভা। সমগ্র রামপুরহাট হচ্ছে টোব্যাকো জোন।
রামপুরহাটে তামাকজাত দব্য নিষিদ্ধ করলো রামপুরহাট পৌরসভা। ১০ ডিসেম্বরের পর থেকে প্রকাশ্যে কেউ ধূমপান করতে পারবেনা। ধূমপান করলেই লাগবে জরিমানা। তবে শুধুমাত্র ধূমপান করাই নয়, সমস্ত রকম তামাকজাত দব্য ব্যবহার করা এবং বিক্রি করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। কেউ নিষেধাজ্ঞা না মানলে তাকে জরিমানা করা হবে।
** প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।