নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ বন্ধুকে এমন ভাবে হারাতে হবে স্বপ্নেও ভাবেনি তারা। এখনও বিশ্বাস করতে পারছেনা তাদের বন্ধু বিক্রম আর নেই। চোখের সামনে এক ডিম বিক্রেতার থাপ্পড়ে মাটিতে লুটিয়ে পড়ে বিক্রম। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। নদীয়ার কৃষ্ণনগরের মানিকপাড়ার এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।
জানা গেছে, সোমবার দুপুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বিক্রম সরকার তার বন্ধুদের সঙ্গে গল্প করছিল বাড়ির কিছুটা দুরেই। বাবুসোনা নামে এক ডিম বিক্রেতা সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিক্রমের সাথে ধাক্কা লাগে। ডিম সমেত সাইকেল নিয়ে পড়ে যায় ডিম বিক্রেতা। কিছু ডিম পড়ে ভেঙেও যায়। এর পর দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। বচসা চলাকালীন হঠাৎ ডিম বিক্রেতা বিক্রমকে থাপ্পড় মারে। ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় বিক্রম। সঙ্গে সঙ্গে বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর থেকে পলাতক ওই ডিম বিক্রেতা।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।