৫০০, ১০০০ টাকা নোট বাতিলের সমস্যার মধ্যেই একটা সুখবর রয়েছে সমস্ত মানুষের জন্য। সুখবর শোনালো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বরাবরই ৫০ টাকার খুচরোর সমস্যা ছিল গ্রাহকদের। কারন এটিএম থেকে নুন্যতম ১০০ টাকার নোট বের হতো। এবার সমস্যার সমাধান। রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করেছে, এবার থেকে ৫০ টাকার নোট পাওয়া যাবে এটিএম এ। ১১নভেম্বর থেকেই এই সুবিধা মিলবে। স্বভাবতই খুশি গ্রাহকরা। রাস্তাঘাটে আর তাদের খুচরোর সমস্যায় পড়তে হবে না।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল‘’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা‘ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে।