সাহসী স্বস্তিকা। প্রতিম ডি গুপ্তর ‘সাহেব বিবি গোলাম’ ছবির টিজার ইউটিউবে মুক্তি পেতেই তোলপাড়।স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত এই ছবি নিয়ে দর্শকদের উৎসাহ বেড়েছে।ছবিতে বেশ কিছু খোলামেলা দৃশ্যে দেখা যাবে কলকাতার অভিনেত্রীকে। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০১৬ র ২২ জানুয়ারি। সেন্সর সমস্যার জন্য অনেকটা সময় পিছিয় যায়। স্বস্তিকা ছাড়াও দেখা যাবে অঞ্জন দত্ত, ঋত্বিক চক্রবর্তী, পার্নো মিত্র ও অন্যান্যরা। অনুপম রায়ের সুরে গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল।