নিচের ভিডিও ক্লিক করে দেখুন ও শুনুন বক্তব্যঃ
নিউজ ডেস্কঃ স্বাধীনতার পতাকার সঙ্গেই উড়ছে বিজেপির দলীয় পতাকা। এমনই ছবি ধরা পড়লো বর্ধমানের মেমারির চকদিঘী মোড়ে। সমালোচনার ঝড় রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে। আজ সকালে বিজেপির পক্ষ থেকে পতাকা উত্তোলন করেন দলীয় সমর্থকরা। সেখানে জাতীয় পতাকা সাথে একই দড়িতে একই দণ্ডে উড়ছে বিজেপির দলীয় পতাকা। মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী জানিয়েছেন, ওরা দেশদ্রোহী। তাই জাতীয় পতাকাকে সম্মান দেওয়ার ক্ষমতা নেই তার নিদর্শন এটা। সিপিএম নেতা অভিজিৎ কোঙার জানিয়েছেন, এটা কখনোই বাঞ্ছনীয় নয়, এটা দেশপ্রেমিকের কাজ নয়, দেশদ্রোহী্তার কাজ। বিজেপি রাজ্য কমিটির সদস্য ভীষ্মদেব ভট্টাচার্য জানিয়েছেন, তিনি এই বিষয়টির সম্পর্কে জানেননা। খোঁজ খবর নিচ্ছেন। যদি এরকম হয়ে থাকে সেটা ভুল। অবশ্যই ব্যবস্থা নেবেন। উল্লেখ্য, ন্যাশানাল ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়ায় উল্লেখ রয়েছে ‘ একই দন্ড থেকে সমান্তরাল ভাবে অন্য কোনও পতাকার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা যাবে না’। তাই এই ঘটনা নিয়ম বহির্ভুত বলেই মনে করা হচ্ছে।
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com
আপনার এলাকার কোনো খবর থাকলে যোগাযোগ করুন – ৯৯৩৩১০৬৯০৪, ৭৯০৮০০২২৪৮
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোন করুন- ৯৯৩৩১০৬৯০৪, ৭৯০৮০০২২৪৮