হাওড়ায় কদমতলায় বাজারে বিধ্বংসী আগুন। আগুনে পুড়ে ছাই কয়েকশো দোকান। দমকলের প্রায় ১৫ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। অগ্নিকান্ডের জেরে ব্যপক ক্ষয়ক্ষতি।
এদিন ভোর ৫টা নাগাদ এই বাজারে আগুন লাগে। প্রায় শতাধিক দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এখানে কোনও অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না বলে অভিযোগ। এই বাজারের এক ব্যবসায়ী জানান, প্রায় পঞ্চাশ ষাট লক্ষ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, পুজোর মরশুমে এই অগ্নিকান্ডের ফলে তারা যে ক্ষতির সম্মুখীন হলেন তা কিভাবে পুড়ন করবেন তা তারা বুঝে উঠতে পারছেন না।