নিউজ ডেস্কঃ বিয়ের মাত্র ৬ মাসের মাথায় এক গৃহবধুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য। শ্বশুরবাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। অভিযোগ, বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার চালায় ।
মাত্র ৬ মাস আগে দমদমের বিশ্বদেব মিত্রর সঙ্গে বিয়ে হয় মধ্যমগ্রামের শ্রাবন্তীর। ইচ্ছা ছিল বিয়ের পরেও পড়াশোনা চালানোর।তাতে আপত্তি ছিল শ্বশুরবাড়ির লোকজনের। অভিযোগ জোর করে গর্ভপাত করানো হয়। দিনের পর দিন চলতো অত্যাচার। পরিবারের দাবি, সহ্য করতে না পেরে শ্রাবন্তী মঙ্গলবার শ্বশুরবাড়ির অত্যাচারে আহত হওয়ার ছবি দিদিকে ফোনে পাঠিয়েছিলেন এবং সঙ্গে ম্যাসেজে লিখে জানিয়েছিল । বুধবার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয় শ্রাবন্তীর মৃতদেহ । থানায় অভিযোগ দায়ের। পুলিশ স্বামীকে গ্রেপ্তার করেছে।
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোনে করুন- ৯৯৩৩১০৬৯০৪, ৭৯০৮০০২২৪৮