নিউজ ডেস্কঃ সাংবাদিক হিসাবে বিভিন্ন সময় মানুষের পাশে থেকেছেন তারা। তবে আরো বড় করে, সংগঠিত ভাবে মানুষের জন্য কিছু করার তাগিদ ছিল গনেন্দ্র, মুকুল,পুলক, ঋষি, শান্তনু, কাজল,উদিত, সুমিতদের মতো আরও কিছু উদ্যোমী সাংবাদিকদের। তাই বর্ধমানে কর্মরত বিভিন্ন সংবাদপত্র, টিভি চ্যানেল, নিউজ পোর্টাল এর বেশ কিছু সাংবাদিক এবং চিত্র সাংবাদিক মিলে গঠন করলেন ‘বর্ধমান প্রেস ক্লাব’ নামে একটি সংস্থা। উদ্দেশ্য ভালো কিছু করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো । ভালো কিছু যে করতে চায় শুরুতেই তারা বুঝিয়ে দিলো। বন্যাদুর্গত ছাত্রছাত্রীদের শিক্ষণ সামগ্রী বিতরণ করা হল শুক্রবার । এর মধ্যে দিয়েই শুরু হল পথ চলা।
মাধবডিহি থানার গোতান পঞ্চায়েতের তিনটি বিদ্যালয়ের দুশো’রও বেশি পড়ুয়ার হাতে এদিন বিভিন্ন শিক্ষণ সামগ্রী তুলে দেন বর্ধমান প্রেস ক্লাবের সদস্যরা । সংগঠনের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন রায়না-২ এর সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপ্যমান মজুমদার , পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ আনসার , বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ স্থানীয় প্রশাসনের কর্তারা । ‘বর্ধমান প্রেস ক্লাব’ এর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে একাধিক বৃহৎ সামাজিক কর্মসূচীতে অংশ নেবে তারা।
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।