দুটি স্যুটকেস ও দুটি ব্যাগ ঘিরে চাঞ্চল্য। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এগুলি দুটি পড়ে থাকতে দেখে রোগীর আত্মীয়রা। সেখানে থাকা পুলিশ ক্যাম্পের পুলিশ কর্মীরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। এরপরই বিশেষ টিম এসে পরীক্ষা করে দেখে ভেতরে কোন বিস্ফোরক আছে কিনা। ভিতরে বিষ্ফোরক নেই নিশ্চিত হয়েই তারা ব্যাগ ও স্যুটকেস খুলে ভেতরে পরীক্ষা করে। দেখা যায় তাতে রয়েছে জামা, কাপড়, ব্যাঙ্কের পাস বই সহ আরো কিছু জিনিস । সেগুলি হাসপাতালের পুলিশ ক্যাম্পে রেখে দেওয়া হয়। কেউ ফেলে রেখে চলে গেছে এমনটাই অনুমান। যদিও এই ব্যাগ ও স্যুটকেসগুলি দেখে রোগীর আত্মীয়দের মধ্যে বোমাতঙ্ক ছড়ায়। শ্রীকান্ত দাস নামে এক রোগীর আত্মীয় জানিয়েছেন, সকাল থেকেই এগুলি পড়ে থাকতে দেখা যায়। দীর্ঘ সময় ধরে কেউ নিয়ে যাচ্ছে না দেখে তাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। যদিও পুলিশ এসে এগুলি খুলতেই তাদের সেই আতঙ্ক দূর হয়।
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোন করুন- ৭৯০৮০০২২৪৮