নিউজ ডেক্স: শুক্রবার মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ছিল আঁটোসাঁটো নিরাপত্তাব্যবস্থা। তবে তার মাঝেই বিজেপির বিরুদ্ধে শসস্ত্র মিছিলের অভিযোগ আনলো তৃনমূল কংগ্রেস। এদিন ষ্টেশন থেকে মিছিল করে মনোনয়ন পত্র জমা দিতে আসেন বিজেপি প্রার্থী পরেশ চন্দ্র দাস। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন দেবনাথ এর অভিযোগ বিজেপির প্রার্থী পরেশ চন্দ্র দাস যখন তার কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসছিলেন তখন তাদের কাছে ছিল লাঠি, টাঙ্গি, বল্লম এমনকি কারো কোমরে রিভলবার ছিল বলে অভিযোগ।
ক্লিক করে দেখুন ভিডিও
তিনি জেলাশাসক কে লিখিত অভিযোগ পত্র জমা দেন। তিনি দাবি করেন যে সমস্ত সিসি ক্যামেরা লাগানো রয়েছে সেই ফুটেজ পরীক্ষা করলেও এই ছবি পাওয়া যাবে। এমনকি তাদের কাছেও এই ধরনের ছবি রয়েছে বলে তিনি লিখিত অভিযোগে জানিয়েছেন। যদিও বিজেপি প্রার্থী পরেশ চন্দ্র দাস সমস্ত অভিযোগ অস্বীকার করেন। বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।
‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com