পথিকৃৎ বৈরাগ্য,আউসগ্রাম: ব্যাঙের হলো বিয়ে। ছিল বরযাত্রী, কনে যাত্রী, প্রীতিভোজের আয়োজন । ঘটা করেই বিয়ে উপলক্ষে জমজমাট গোটা এলাকা। গান বাজনায় আনন্দ-উৎসবে মেতে উঠলেন আউসগ্রাম এর কল্যাণ পুরের বাসিন্দারা।
কারণ কি জানেন?
শস্য গোলা পূর্ব বর্ধমান জেলার বেশিরভাগ মানুষই কৃষি কাজের সাথে যুক্ত। কৃষি কাজের জন্য বৃষ্টির জলই তাদের ভরসা। কিন্তু এখনো পর্যন্ত চাষের উপযুক্ত বৃষ্টিপাত হয়নি । ফলে দুশ্চিন্তায় চাষীরা। এখনো তারা চাষের কাজ শুরু করতে পারছেন না ।অধিকাংশ জমি অনাবাদি রয়ে গেছে । গ্রামের মানুষের বিশ্বাস দুটি ব্যাঙের বিয়ে দিলে ঈশ্বর সন্তুষ্ট হন এবং বৃষ্টি আসে। আর সেই বিশ্বাসে ভর করেই এদিন গ্রামে জাঁকজমকের সাথে ব্যাঙের বিয়ে হল। দুটি কোলা মধ্যে হলো সিঁদুর দান, মালা বদল। গ্রামের মধ্যেই গান বাজিয়ে সবাই আনন্দে মেতে ওঠলেন। ছিল খাওয়া দাওয়ার বিরাট আয়োজন। ঈশ্বরের কাছে সকলেই প্রার্থনা করলেন, বৃষ্টি আসুক। তাদের মাঠ হয়ে উঠুক শস্য-শ্যামলা।
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com
উদ্যোগপতি, জীবন সংগ্রাম, কঠিন লড়াই, সাফল্য, বিশেষ কৃতিত্ব সংক্রান্ত কাহিনী এই বিভাগে প্রকাশ করা হবে। এই ধরনের গুণী মানুষদের কৃতিত্ব বিশ্বের কাছে তুলে ধরতে চাই আমরা। আপনার নজরে এই খবর থাকলে জানান এই নম্বরে- ৭৯০৮০০২২৪৮
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোন করুন- ৭৯০৮০০২২৪৮