শক্তিগড় সাবর্বজনীন দুর্গা পূজা কমিটির ৭৭ তম বর্ষের এবারের থিম- “বেনুর রূপে বঙ্গীয় শিল্প কলা”।
বাঁশের শিল্প কলা তুলে ধরা হবে মনাডপ থেকে প্রতিমা সব কিছুর মধ্যেই। উদ্যোক্তারা জানিয়েছেন, দূর্গার যেমন অনেকরূপ, ঠিক তেমনি এই বেনুর ও অনেকরূপ যেমন-লাঠি,কাঠি,বাঁশ,বাঁশি,কুলো ও বেত ইত্যাদি। সমগ্ৰ মন্ডপ থাকবে বেনুর অর্থাৎ বাঁশের কাজে পরিপূর্ন যথা বেত,কুলো, ঝুড়ি ইত্যাদি দিয়ে।বেনুর এই সৌন্দর্যায়ন এর সাথে সাবেকীয়ানা প্রতিমার এক অপূর্ব চিত্র তুলে ধরা হবে।
স্থান-হাওড়া থেকে লোকাল ধরে চলে আসুন সোজা শক্তিগড়। স্টেশন এ নেমে ২-৩ মিনিটে পায়ে হাঁটা পথ।