নিউজ ডেস্ক: করোনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গুজব ও ফেক নিউজ নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে সর্বত্র। তা নিয়ে মুখ্যমন্ত্রী বুধবার কড়া নির্দেশ দেন। এরপরই শুরু হয় পুলিশের নজরদারী।
সোশ্যাল মিডিয়ায় করোনার মৃত্যু সম্পর্কিত ভুয়া খবর পোস্ট করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হল শম্ভুনাথ পান (৫৪) নামে এক ব্যক্তি। তিনি ডাক বিভাগের কর্মী। বর্ধমানের মুচিপাড়ার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
শম্ভুবাবু জানিয়েছেন কোন একজন তাকে হোয়াটসঅ্যাপে একটি ম্যাসেজ পাঠায়। একটি বৈদ্যুতিন চ্যানেলের লোগো দিয়ে এডিট করা একটি ষ্টিল ইমেজ। সেখানে করোনার আক্রান্ত হয়ে মেমারির একটি মেয়ে মারা গেছে এমন একটি ভুয়ো তথ্য দেওয়া হয়। সেখানে মহিলার নামও লেখা হয়। তারপর তিনি সেটি ফেসবুকে পোস্ট করেছিলেন।
মেমারি পুলিশ সুনির্দিষ্ট মামলা শুরু হয়েছে। শুক্রবার তাকে আদালতে তোলা হবে।
আপডেট খবর জানতে হাইলাইটস বেঙ্গল ফেসবুক পেজ লাইক করুন।