স্বস্তির খবর । পূর্ব বর্ধমান জেলার বাদুলিয়ায় করোনা আক্রান্ত দুই রোগীর দ্বিতীয় টেস্ট রিপোর্ট নেগেটিভ এলো। দুর্গাপুরের কোভিড হাসপাতাল থেকে বৃহস্পতিবার তাঁদের দু’জনক ছুটি দেওয়া হল। তার সাথে সুস্থ হয়ে বাড়ি গেলেন পশ্চিম বর্ধমানের আসানসোলের এক ব্যক্তি। তাদের থাকতে হবে হোম কোয়রাণ্টিনে।
পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী জানিয়েছেন, ওই গ্রামে এখন কনটেইনমেন্ট জোন উঠছে না।
পাশাপাশি বর্ধমান ডেন্টাল কলেজে কোয়ারেন্টাইনে থাকা ৯ চিকিৎসকের রিপোর্ট নেগেটিভ এসেছে।
আপডেট খবর জানতে হাইলাইটস বেঙ্গল ফেসবুক পেজ লাইক করুন।