নিউজ ডেস্ক: করোনা মোকাবিলায় চলছে লকডাউন। এই পরিস্থিতিতে সবচেয়ে কঠিন অবস্থার মধ্যে রয়েছে দুঃস্থ গরিব পরিবারগুলি। যদিও তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সরকার, পুলিশ প্রশাসন, এবং অসংখ্য ব্যক্তি ও সংগঠন।
এ রকমই গ্রামের গরীব দুঃস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলো তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেস। মেমারি-১ নম্বর ব্লকের আমাদপুরের ঈশ্বমপুরে প্রায় দেড়শো পরিবারকে চাল, ডাল, তেল,মুড়ি, বিস্কুট, সোয়াবিন, সাবান দেওয়া হয়। সঙ্গে দেওয়া মাস্ক। সামাজিক দূরত্ব বজায় রেখে এই পরিবারকে তারা এদিন এই খাদ্য সামগ্রী তুলে দিলেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্তিক দেব, বাবলু দে, পৃথ্বীশ দে, অধীর দেব, ভাগ্যধর মাঝি, পার্থ মাঝি, সম্পা দে, ধনঞ্জয় দেব সহ অনেকেই। গ্রামের মানুষদের সাহায্যেই এই খাদ্য সামগ্রী দেওয়া হয় । আগামী দিনে এভাবেই তারা মানুষের পাশে থাকবেন বলে জানিয়েছেন।
আপডেট খবর জানতে হাইলাইটস বেঙ্গল ফেসবুক পেজ লাইক করুন।
যেকোনো খবর অভিজ্ঞ ফোনের জন্য যোগাযোগ করুন 7908002248