নিচের লিঙ্কে ক্লিক করে দেখুন ভিডিও
পূর্ব বর্ধমানে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৫ জন।
শুক্রবার বর্ধমানের উদয়পল্লী এলাকায় এক বছরের শিশুকন্যার করোনা আক্রান্তের খবর আসে । প্রশাসন সূত্রে জানা যায় সম্প্রতি দিল্লী থেকে বাবা মা র সাথে ফেরে। মায়ের রিপোর্ট নেগেটিভ আসলেও বাবার রিপোর্ট এখনো এসে পৌঁছায়নি বলে জানা গেছে।
এছাড়াও শনিবার সকাল থেকে একের পর এক পজিটিভ রির্পোট আসতে থাকে।
আক্রান্ত হয়েছেন এক গৃহবধূ। পূর্ব বর্ধমানের গলসীর শিরোরাই গ্রামের বাসিন্দা তিনি। তিনি খণ্ডঘোষে বাপের বাড়ি গিয়েছিলেন। ১৬ তারিখ গ্রামে ফেরেন।
কালনায় করোনা আক্রান্ত দুজন পরিযায়ী শ্রমিক । একজনের বাড়ি নসিপুর। অপরজন ফকিরডাঙার বাসিন্দা। সম্প্রতি তারা ভিন রাজ্য থেকে ফিরেছিলেন বলে জানা গেছে।।
আউশগ্রামের বেলেমাঠ গ্রামের এক পরিযায়ী শ্রমিক করোনা আক্রান্ত হয়েছেন।জানা গেছে, তিনি সম্প্রতি চেন্নাই থেকে ফেরেন। বছর পচান্নর ওই ব্যক্তি পরিবার নিয়ে বাড়ি ফেরেন।পাশাপাশি সংস্পর্শে আসা ব্যাক্তিদের চিহ্নিত করা হচ্ছে। সকলেই চিকিৎসার জন্য পাঠানো হয়েছে । পাশাপাশি প্রত্যেকটি এলাকা কনটেইনমেন্ট জোন হিসাবে প্রশাসন সিল করা হয়েছে।