নিজস্ব প্রতিনিধি, বর্ধমানঃ বাতিল হলেও চোরেরা এখনো বাতিল করেনি ৫০০, ১০০০ টাকার নোট। সুযোগ পেলেই দিচ্ছে কোপ। ব্যাঙ্কের লাইনে দাঁড়ালে সাবধান হন। মানি ব্যাগ সাবধানে রাখুন। এই বাজারেও ৫০০, ১০০০ টাকার নোট চুরি হচ্ছে।
বৃহস্পতিবার বর্ধমানের পাণ্ডবেশ্বরের সিনেমাতলা এলাকায় সুরজ তাঁতি নামে এক ব্যাক্তির ব্যাঙ্কের সামনে লাইনে দাঁড়িয়েছিলেন টাকা জমা দেওয়ার জন্য। হটাৎ এক ছিনতাইবাজ তার কাছ থেকে ৫০০ টাকার ৬টি নোট দৌড় দেয়। সঙ্গে সঙ্গে পিছলে ধাওয়া করে এলাকার লোকজন। হাতেনাতে ধরা পড়ে যায়। ছিনতাইবাজকে ধরে মারধোর করে স্থানীয় মানুষজন। পরে পুলিশ হাতে তুলে দেওয়া হয়।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।