কৌশিক দত্ত, কাটোয়াঃ বিধ্বংসী আগুনে পুড়ে গেল বেশ কয়েকটি ঝুপড়ি বাড়ি। আহত এক । মঙ্গলবার রাত্রি আট টা নাগাদ কাটোয়ার রেল স্টেশন সংলগ্ন রেল কলোনী বস্তিতে ঘটনাটি ঘটে। এদিন হঠাৎ আগুন লাগে এই এলাকায়। ভয়ে এলাকার মানুষজন ঘর ছেড়ে বাইরে বের হয়ে আসে। খবর দেওয়া হয় দমকলে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এলেও জল না থাকায় কাজ শুরু করতে আধঘন্টা দেরী হয় বলে অভিযোগ। ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে কাটোয়া থানার পুলিশ এসে হাজির হয়।অনুমান গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লাগে। আগুন এখন নিয়ন্ত্রণে।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন
দেখুন আগুনের ভিডিও-