নিজস্ব প্রতিনিধি, হুগলিঃ মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ছাত্রীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র হুগলির শ্রীরামপুর গার্লস কলেজ চত্বর। বুধবার সংঘর্ষ হয় তৃণমূল ও ডিএসও সমর্থকদের মধ্যে। ঘটনায় আহত প্রায় ৮ জন ছাত্রী।
৩১ জানুয়ারি কলেজের ছাত্র সংসদ নির্বাচন। হুগলির ৩১টি কলেজের মধ্যে একমাত্র শ্রীরামপুর গার্লস কলেজ তৃণমূল ছাত্র পরিষদের দখল নিতে পারেনি। এই কলেজের ছাত্র সংসদ রয়েছে ডিএসও-র দখলে। এদিন এই কলেজ নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে দুই ছাত্র মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। ডিএসও-র অভিযোগ,তাদের মনোয়নপত্র জমা দিতে বাধা দিচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। তাদের মারধর করা হয় বলে অভিযোগ। অনদিকে,এই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের অভিযোগ, ডিএসও-র ছাত্রীরা তাদের দলের ছাত্রীদেরকেই মারধর করেছে। কলেজ চত্বরে মোতায়েন রয়েছে পুলিশ।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
দেখুন সেই ভিডিও-