চোখের সামনে দুর্ঘটনায় আহত মানুষকে দেখেও অনেকে মুখ ফিরিয়ে চলে যান। বাঁচাতে এগিয়ে আসেন না। আইনি ঝামেলার ভয়ে মরণাপন্ন মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেন না অনেকেই। অথচ একটু সাহায্য পেলে হয়ত সেই মানুষটা বেঁচে যেতেন।
দুর্ঘটনাগ্রস্থ ব্যক্তিকে বাঁচাতে যাতে সাধারণ মানুষ এগিয়ে আসে তার জন্য দিল্লি সরকার একটি নতুন পদক্ষেপ নিলো। বলা হয়েছে, দুর্ঘটনায় আহত মানুষকে কেউ যদি বাঁচায় তাঁকে আর্থিক পুরস্কার দেবে সরকার। তাকে দেওয়া হবে ২০০০ টাকা নগদ পুরস্কার ও সাটিফিকেট।দুর্ঘটনাগ্রস্থ ব্যক্তিকে হসপিটালে পৌঁছে দিলেই এই পুরস্কার পাওয়া যাবে বলে জানিয়েছেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসৌদিয়া।
দিন কয়েক আগে দেশের শীর্ষ আদালত ঘোষণা করে, দুর্ঘটনায় আহত ব্যক্তিকে হসপিটালে পৌঁছে দিলে সাহায্যকারী ব্যক্তির কোন পরিচয় লাগবে না।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল‘’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা‘ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই–মেলে– highlightsbengal.news@gmail.com