এবার বাংলা ছবির জগতে পা রাখতে চলেছেন টলিউড নায়িকা শ্রাবন্তির দিদি স্মিতা চ্যাটার্জি। এতদিন তিনি ছিলেন অন্তরালে। বোন চুটিয়ে অভিনয় করলেও দিদি কোনও দিন পর্দার সামনে আসেননি। এবার তাকে দেখা যাবে বড় পর্দায়। ছবির নাম ‘ঝুট বোলে কাউয়া কাটে’ । পরিচালক সুমিত দাস। এই ছবিতে স্মিতার বিপরীতে অভিনয় করেছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছবিতে রয়েছে্ন রেশমি, শমিক, আমিতাভ, পার্থসারথি, মোনালিসা ও আরও অন্যান্যরা। ঝুট বোলে কাউয়া কাটে মুক্তি পেয়েছে ২৩শে সেপ্টেম্বর । । প্রোডাকশান করছে পারপেল মোসান পিকচারস ও লামা জি ফিল্মস।