নিউজ ডেস্কঃ খরচ মাত্র ১৫০ থেকে ২০০ টাকা। পড়ুয়া হলে মাত্র ১০০ । এই খরচে পাহাড় দেখার সুযোগ কলকাতাতেই। অবাক হচ্ছেন? হ্যাঁ। এই রকমই সুযোগ এনে দিয়েছে ড্রিম ওয়ান্ডার লাস্ট ও দ্যা হিমালয়ান ক্লাব। এই দুই সংস্থার উদ্যোগে ১১ মার্চ মহাজাতি সদনে শুরু হচ্ছে “বাফ মাউন্টেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল”। খোদ কলকাতায় বসে পাহাড় আর অ্যাডভেঞ্চার নিয়ে বাছাই করা ফিল্ম দেখার সুযোগ এনে দিয়েছে উদ্যোগতারা। ১৪৫ মিনিট ধরে চলবে প্রদর্শন। ছবির দৈর্ঘ্য ২৫ মিটার মধ্যে। ফ্রান্স, ইউ.কে, কানাডা, অস্ট্রেলিয়া, ইউ.এস.এ র ১০টি ছবি দেখানো হবে। তাই যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তারা আর দেরি না করে টিকিট কেটে ফেলুন। অন লাইনে টিকিট পাবেন www.dreamwanderlust.com এই ওয়েব সাইডে।
***প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।