প্রীতম রুদ্র
এক ঝাঁক ইচ্ছা ছুটে চলেছে দিন রাত জীবনপথে
কিছু পূর্ণতা পায় কিছু বা হারায় সময়ের সাথে।
জীবন তো সময়ের নৌকায় বাঁধা, আছে ঢেউ এর উথাল পাতাল তবু যে পার হতে হবে অনেক পথ।
মন যে কোমল খোঁজে শুধু স্নিগ্ধতার আভরণ,
আবার বাস্পে ভাসে রুপ,রস গন্ধে আনে শিহরণ।
মনের আকাশে কালো মেঘ যদি বৃষ্টি হয়ে না ঝরে, চাঁদ কিভাবে রাতে জোছনায় নদীর বুকে খেলবে;
কিভাবেই বা গভীর রাত শেষে নতুন সূর্য হাসবে,
প্রতি রাত এক ঝাঁক স্বপ্ন কে চোখে রেখে ছুটে চলুক, স্বপ্ন আর ইচ্ছে ডানা সারিয়ে দিক স্মৃতির ছাপ, চিনে নিতে সেখাক ঝিনুকের রং, স্রোতে ভাসতে যে হবে বহুদুর লড়তে হবে অনেক দুর।বর্তমান কে আকড়ে ভালবাসার আবিরে সাজুক সজ্জা
***প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com