ক্লিক করে দেখুন ভিডিও
সুদীপা সরকার, বর্ধমানঃ এবার শিকারের সন্ধান পাওয়া যাবে বর্ধমানে। হ্যাঁ। এমনই এক আয়োজন করেছে বর্ধমান আলমগঞ্জ বারোয়ারী পূজা কমিটি। তবে এটাই নয়, রয়েছে আরও চমক। তবে তার জন্য পুজো পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রতি বছরই এখানে থাকে থিমের চমক। এবারেও তার ব্যাতিক্রম হবেনা বলে আশা পুজো উদ্যোগতাদের। ‘লক্ষ্য যখন শিকারে’ এই নামের থিম জুড়ে থাকবে শিল্পের ছোঁয়া। আজ জাঁক জমকের সঙ্গে খুঁটি পুজোর মাধ্যমে শুরু হল মণ্ডপ তৈরির কাজ।
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
***বনেদি বাড়ী অথবা থিমের পুজো খবরের জন্য যোগাযোগ করুন- ৭৯০৮০০২২৪৮ হাইলাইটস বেঙ্গলের বিশেষ পুজো কভারেজ