নিজস্ব প্রতিনিধিঃ একই শরীরে দুই গ্রুপের রক্ত। অবাক লাগলেও সত্যি। জলপাইগুড়ির গুয়াবারি বাসিন্দা মহিলা মাম্পি রায়ের শরীরেও রয়েছে দু’টি ব্লাড গ্রুপের রক্ত। আর এ নিয়েই বিপাকে চিকিৎসকরা।
গত রবিবার রক্তাল্পতার সমস্যা নিয়ে জলপাইগুড়ি সদর হাসপাতালে মাম্পি রায়কে ভর্তি করে স্বামী শম্ভু রায়। পেশায় দিনমজুর। গরীব পরিবার।এরপর চিকিৎসকের পরামর্শ মতো রক্ত রক্ত পরীক্ষা করতে গিয়ে চক্ষু চড়কগাছ হাসপাতাল কর্তৃপক্ষের। রক্ত পরীক্ষার রিপোর্টে কখনও এবি পজিটিভ, আবার কখনও এবি নেগেটিভ। এরপর টানা তিন দিন ধরে বিভিন্ন জায়গায় রক্ত পরীক্ষা করেও একই ফল হয়। অবশেষে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকরা দীর্ঘ আলোচনা করে জানায়, , ওই মহিলার রক্তের লোহিত কণিকায় রেসেস ফ্যাক্টর আছে। এর ফলে তার শরীরে যখন রক্ত নেওয়ার প্রয়োজন হবে তখন এবি নেগেটিভ রক্ত নিতে হবে। এবং তিনি কাউকে রক্ত দিলে তখন রক্ত এবি পজিটিভ হিসেবেই গণ্য হবে। এরপর বিশেষ পর্যবেক্ষনের মাধ্যমে তার শরীরে এবি নেগেটিভ রক্ত দেওয়া হয়। সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে চায় মাম্পি।
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোনে করুন- ৯৯৩৩১০৬৯০৪, ৭৯০৮০০২২৪৮