রাজকুমার ঘোষঃ কোজাগরি পূর্ণিমায় যখন বাঙালির ঘরে ঘরে লক্ষ্মী পুজো হচ্ছিল তখন বর্ধমানের কালনার পূর্বস্থলীর কুকসিমলা গ্রামের ছবিটা ছিল একেবারেই অন্য। এদিন এই গ্রামে লক্ষ্মী পুজো হয়নি। হল একমাস পর। তার পরের পূর্ণিমায়। কারণ কি?
কোজাগরি লক্ষ্মী পুজোর দিন কয়েক আগে কর্মসূত্রে রাজস্থানে থাকা গ্রামের এক যুবক রাজস্থানী মেয়েকে ভালোবেসে বিয়ে করে পালিয়ে নিয়ে চলে আসে গ্রামে। মেয়ের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ লক্ষ্মী পুজোর আগের দিন রাতে গোটা গ্রাম জুড়ে তল্লাশি চালায় এই প্রেমিক প্রেমিকার খোঁজে। অভিযোগ, খোঁজার নামে গ্রামের লোকদের ধরপাকড় শুরু করে পুলিশ। ভয়ে গ্রাম ছাড়া হয় অধিকাংশ মানুষ। পুজোর সমস্ত আয়োজন থাকলেও এই ঘটনায় হঠাৎ সব ওলটপালট হয়ে যায়। গোটা গ্রামে লক্ষ্মীর পুজো বন্ধ হয়ে যায়। সেদিন মা লক্ষ্মীর পুজো করতে না পেরে আক্ষেপ ছিল সকলেরই। এরপর তারা সিদ্ধান্ত নেয় পরের পূর্ণিমায় গ্রামে মা লক্ষ্মীর পুজো করবে। তাই শুক্রবার সবাই নিজের মতো আয়োজন করে লক্ষ্মী পুজো করলো । এদিন মাটির প্রতিমা আনা হয়। লক্ষ্মী পুজো ঘিরে এদিন গ্রামে ন্তুন করে আনন্দে মেতে ওঠেন এলাকাবাসী।
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন– www.highlightsbengal.com