নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদঃ মৃত্যুর চার মাস পর কবর থেকে তোলা হলো মৃতদেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার শেখপাড়া বংশীবদনপুরে। আবু তালেব শেখ নামের এক নাবালকে জলে ডুবিয়ে খুনের অভিযোগ করা হয় । মৃত্যুর পর মৃতদেহ কবর দেওয়া হয়। কিন্তু খুনের অভিযোগ হওয়ায় আদালতের নির্দেশে মৃত্যুর চার মাস পর মৃতদেহ মাটি খুঁড়ে তুলে ময়নাতদন্তে পাঠালো পুলিশ। ডোমকল ডেপুটি ম্যাজিস্ট্রেট ও রাণীনগর থানার পুলিশ এর তত্ত্বাবধানে এই দেহ তোলা হল।
মৃতের মায়ের অভিযোগ , পরিকল্পনা মাফিক তার ছেলেকে ডেকে নিয়ে গিয়ে জলে ডুবিয়ে খুন করা হয়েছিল।
বনেদি বাড়ি অথবা থিমের পুজো, আপনার পাড়ার পুজো। পুজোর খবরের জন্য ফোন করুন ৭৯০৮০০২২৪৮, ৯৯৩৩১০৬৯০৪
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন– www.highlightsbengal.com