পথিকৃৎ দাস বৈরাগ্য,পূর্ব বর্ধমানঃ অবশেষে তিনটি গরু গেল আসল মালিকের বাড়ি। তিনটি গরু নিয়ে বিপাকে পড়েছিলেন পূর্ব বর্ধমানের ভাতারের কাপশোড় গ্রামের ডাঙ্গাপাড়া ৬৫ বছরের বৃদ্ধা ভোলানাথ মেটে। পেশায় দীন মজুর। গরুর সমস্যা মেটাতে ছুটলেন বামুনারা গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোয়ার ইসলাম এর কাছে ।ভোলানাথ বাবু প্রধানকে বললেন, এই বয়সে আর পাপের বোঝা নিতে চাননা । যার গরু সে ফিরে পাক এবং আমাকে এই গরু দেখাশোনার হাত থেকে রেহাই দেওয়া হোক। তিনি চাইছেন সঠিক প্রমাণ নিয়ে এই গরুগুলির আসল মালিক নিয়ে গেলেই তিনি খুশি হবেন । সব শুনে পঞ্চায়েতের প্রধান মনোয়ার ইসলাম জানান, সঠিক প্রমাণ পঞ্চায়েতে যার গরু সে এসে গরু নিয়ে যেতে পারে। এই খবর ‘হাইলাইটস বেঙ্গল’ এ প্রকাশ হতেই গরুর সঠিক মালিক মঙ্গলকোটের সেখ নাসিরুদ্দিন বিষয়টি জানতে পারেন। পঞ্চায়েতে আজ আসেন। জানান, বাড়িতে একজন মারা যাওয়ার কারনে গরুগুলি মাঠে ছেড়ে দিয়েছিলেন। তারপর তাদের খুঁজে পাননি। আর এভাবে পাবেন স্বপ্নেও ভাবেননি। স্বভাবতই তিনি খুশি।
বনেদি বাড়ি অথবা থিমের পুজো, আপনার পাড়ার পুজো। পুজোর খবরের জন্য ফোন করুন ৭৯০৮০০২২৪৮, ৯৯৩৩১০৬৯০৪
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন– www.highlightsbengal.com