শিশুদের কথা মাথায় রেখে এবং সবুজায়নের লক্ষ্যে থিম ভাবনা ময়ূর মহল মাতৃ সংঘের। বর্ধমান ময়ূর মহল বাগান বাড়ির এই পুজোয় এবছরও সবার ভালো লাগবে বলে আশা উদ্যোগতাদের। থিমের নাম – স্বপ্ন উড়ান।
সবুজায়নের বার্তা থাকবে মণ্ডপ বাইরে এবং ভিতরে। তারা জানিয়েছেন, পড়ুয়ারা স্কুলের চাপ আর কাঁধে ভারী ব্যাগের বোঝায় তারা ক্লান্ত। তারা যাতে এই পুজোর চার দিন ভালোভাবে আনন্দে কাটাতে পারে এবং চাপমুক্ত হতে পারে তাই তাদের কথা মাথায় রেখে পুজোর চার দিন আমরা তাদেরকে নিয়ে যেতে চায় স্বপ্নের মধ্যে উড়িয়ে এবং সেই স্বপ্ন উড়ানের মধ্যে শিশুরা দেখতে পাবে নীল আকাশ, মেঘ, বিভিন্ন ধরনের পাখি আকাশে ভেসে বেড়াচ্ছে, মাঝখানে কিছু গাছগাছালি এবং থাকবে স্বপ্নের সাদা ঘোড়া। এর সাথে সাথে তারা দেখতে পাবে মেঘের আকারে ঘুমন্ত বাচ্চার মুখ ঘুমন্ত শিশুরা যেভাবে ঘুমিয়ে থাকে স্বপ্নের মধ্যে সেই রকম কিছু শিশুর মুখ তুলে ধরা হবে ।
এই বছর আমাদের পুজোর বাজেট হচ্ছে প্রায় ২১ লক্ষ টাকা বলে জানিয়েছেন পুজো কমিটির কর্মকর্তা অনিত বর্মণ।
বনেদি বাড়ি অথবা থিমের পুজো, আপনার পাড়ার পুজো। পুজোর খবরের জন্য ফোন করুন ৭৯০৮০০২২৪৮
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোন করুন- ৭৯০৮০০২২৪৮