হাইলাইটস বেঙ্গল ডেক্স: কাশ্মীরের পুলওয়ামায় বীর শহীদ জওয়ানদের শ্রদ্ধা ও তাদের আত্মার চির শান্তি কামনা করছে আপারম ভারতবাসী। দুই বর্ধমান জেলা জুড়ে বিভিন্ন ক্লাব, রাজনৈতিক দল, ছাত্রছাত্রী, সাধারণ মানুষ বিভিন্ন কর্মসূচি নিয়েছে। বিশিষ্ট সমাজসেবী ইফতিকার আহমেদ এর উদ্যোগে ও একটি ক্লাবের সহযোগিতায় বর্ধমান স্টেশনে একই সাথে হোম যজ্ঞ ও কোরান শরীফ পাঠের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন তৈরি করা হয় এবং তার মধ্যে দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয়। পালসিট তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহীদদের শ্রদ্ধা জানাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।বর্ধমান এ উল্লাস মোড় এলাকায় এদিন মোমবাতি মিছিল বের করেন এলাকাবাসী। এছাড়াও বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজির উদ্যোগে মোমবাতি মিছিল বের করা হয় বর্ধমান শহরে। স্কুল ও কলেজ ছাত্র ছাত্রীরা মোমবাতি মিছিল ও পদযাত্রা বের করেন বিভিন্ন জায়গায়। ভাতার, আউসগ্রাম, আমাদপুর , মেমারী, দুর্গাপুর সহ বিভিন্ন জায়গায় এদিন মোমবাতি মিছিল বের করা হয়।
আপডেট খবর জানতে page like করুন