নিউজ ডেক্স: বাজার থেকে কিনে আনা ডিম সিদ্ধ করার পর খোলা ছাড়াতেই অবাক কান্ড। খোলার ভিতরে ডিমের সাদা অংশের বদলে রয়েছে গোলাপি। পূর্ব বর্ধমানের কাটোয়ার এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে। এলাকায় উৎসাহী মানুষজন ভিড় করেন এই গৃহস্থের বাড়িতে গোলাপী ডিম দেখার জন্য।
‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
গৃহবধূ শ্রাবণী রায় জানিয়েছেন, বাজার থেকে চারটি হাঁসের ডিম কিনে এনে সিদ্ধ করে খোলা ছাড়ানোর পরে একটি ডিমে গোলাপি অংশ চোখে পড়ে। শুধু তাই নয় সেই ডিম থেকে প্লাস্টিক জাতীয় গন্ধ বের হচ্ছিল বলে তিনি জানান। যদিও পৌরসভার মাধ্যমে এই ডিমটিকে প্রাণী সম্পদ বিভাগে পাঠানো হয় পরীক্ষার জন্য। অভিযোগ নকল প্লাস্টিক ডিম এটি। যদিও ডিমটি পরীক্ষার পর আসল বিষয়টি জানা যাবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
হাইলাইস বেঙ্গল এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।