নিউজ ডেক্স: বাংলা সাহিত্য সংস্কৃতি আড্ডা দ্বারা প্রবাসী বাঙালীদের নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রবিবার বেঙ্গল ক্লাব সুরাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। পূর্বাশা মুখার্জি পরিচালিত “ধ্রুপদী” গ্রুপের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আড্ডার সূচনা হয়। শিশু শিল্পী কৌলিক ঘোষ, আফরীন আবৃত্তি আলী, পরিণীতা পাল ভাষা দিবসের উপর সঙ্গীত পরিবেশন করে, অহনা মহাতা আসন্ন আতঙ্কবাদী হামলায় শহিদের জন্যে কবিতা আবৃত্তি করে ।
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে ফেসবুক পেজ Like করুন। গ্রুপে যুক্ত হোন। ইউটিউব চ্যানেল সাবসক্রাইব করুন।
এছাড়াও বর্ণালী শেঠ ও তার সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষাথীদের (শিশু শিল্পী উৎসা কোলে, জয়িতা সেনগুপ্ত, আয়ান ভট্টাচার্য, রাহী বসাক এবং শম্পা ঘোষ, রীতা বাসু ও গোবিন্দ পোদ্দার ) নিয়ে ভাষা দিবসের উপর গীতি আলেখ্য পরিবেশন করেন । বেঙ্গল ক্লাব সুরাতের প্রেসিডেন্ট রাকেশ চৌধুরী মহাশয় অনুষ্ঠানের ভূয়সী প্রসংসা করে বলেন, “প্রবাসী বাঙালি শিশুদের মধ্যে বাংলা শিক্ষার জন্য সবরকম সহযোগিতা এই আড্ডা কে করবেন “। অরবিন্দ ঘোষ, সুলেখা মণ্ডল, প্রভাতি ঘোষ, কল্যানী চক্রবতী , শম্পা ঘোষ, কুন্তলা ছন্দা, প্রতিমা সরকার, নমিতা শীল, মন্দিরা মন্ডল, মৌঝুরি ছন্দা, বৈশালী মুখার্জী, দেবস্মিতা ঘোষ, ধ্রুপদী গ্রুপ, সুর বাংলা ব্যান্ড (দেবদীপ মুখার্জী, শ্রেয়া ব্যানার্জী, সায়ান প্রামাণিক, সৌরভ চক্রবতী, সংকেত প্রামাণিক ) তাদের সংগীত, কবিতা, শ্রুতি নাটক বাংলা সাহিত্য সংস্কৃতি আড্ডাতে পরিবেশন করে উপস্থিত সকল কে এক মনোজ্ঞ অনুষ্ঠান উপহার দেন। সমগ্র আড্ডার সঞ্চালন করেন বাংলা সাহিত্য সংস্কৃতি আড্ডার ব্রততী ঘোষ আলী। প্রবাসী বাঙালীদের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতি কে বাঁচিয়ে রাখার জন্যে এই আড্ডা প্রতি মাসে অনুষ্ঠিত করা হয়।